চট্টগ্রামে আরও চার মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ।
আরাফাত নিউজ ২৪
চট্টগ্রামে পুলিশের কাজে বাধা, আদালত চত্বরে ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া আরও চারটি মামলায় গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানির মাধ্যমে এ আদেশ দেন। শুনানির সময় কারাগারে থাকা চিন্ময় দাসকে ভার্চুয়ালি যুক্ত করা হলেও, তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
মামলার তদন্ত কর্মকর্তারা জানান, কোতোয়ালি থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়, যার মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দি থাকা অবস্থায় পুলিশি কাজে বাধা, আদালত প্রাঙ্গণে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ভাঙচুরের অভিযোগ।
এর আগের দিন, সোমবার, চাঞ্চল্যকর সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাতেও একই আদালত চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তের প্রয়োজনে আদালতে এই আবেদন জানানো হয়, যা গ্রহণ করে আদালত গ্রেফতার দেখানোর অনুমতি দেন।