মাগুরায় শিশু আছিয়া হত্যা: একমাত্র আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস পেল স্ত্রী-সন্তান।
মাগুরা: আলোচিত শিশু আছিয়া ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা করেছে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে একমাত্র অভিযুক্ত হিসেবে প্রমাণিত হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।
মামলায় অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ।
২০২৫ সালের ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভয়ংকর ট্র্যাজেডির শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। তার বড় বোনের শ্বশুর হিটু শেখ একা ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ছিলেন বলে গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। আছিয়ার মৃত্যু হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ মার্চ।
তবে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) ১৩ এপ্রিল চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করলেও আদালত জবানবন্দি ও প্রমাণ বিশ্লেষণ করে তিনজনকে নির্দোষ বলে রায় দেন।
এই রায়ের মাধ্যমে একদিকে যেমন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলো, অন্যদিকে নিরপরাধদের মুক্তির মধ্য দিয়ে আইন ও ন্যায়বিচারের সঠিক প্রয়োগ দেখা গেল বলে মনে করছেন স্থানীয়রা।