আন্দোলন নয়, এবার আলোচনার টেবিলে হেফাজত — দুই শতাধিক মামলা প্রত্যাহারের আহ্বান।

- আপডেট সময় : ০১:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৪৭৭ বার পড়া হয়েছে

হেফাজতের দুই শতাধিক মামলা প্রত্যাহারের দাবি: আলোচনায় ফিরছে শাপলা চত্বরের অধ্যায়
আরাফাত নিউজ ডেস্ক:
রাজনীতির উত্তাল এক অধ্যায় পেরিয়ে ফের আলোচনায় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩ মে) আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে সংগঠনের শীর্ষ নেতারা একযোগে ২২০টি মামলা প্রত্যাহারের জোরালো আহ্বান জানিয়েছেন।
বিশেষত ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা ৪৮টি মামলার মধ্যে ২৫টি মামলা থেকে অব্যাহতির সুপারিশ এবং বাকি ২১টি মামলা এখনো ঝুলে থাকার বিষয়টিও তুলে ধরেন তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আবেদনপত্রে হেফাজত দাবি করেছে, গত এক দশকে সংগঠনটির বিরুদ্ধে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে দায়ের হওয়া সবক’টি মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মধ্যে সবচেয়ে বেশি ৮২টি মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, ঢাকায় ৭৩টি, নারায়ণগঞ্জে ২৮টি, চট্টগ্রামে ২৬টি, ও মুন্সিগঞ্জে ১১টি।
শুধু হেফাজতের নেতাকর্মীরাই নয়, এই মামলাগুলোর আসামির তালিকায় বিএনপি ও জামায়াতের নেতারাও রয়েছেন।
হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে—আন্দোলনের পথ ছেড়ে এবার তারা আইনি ও সংলাপভিত্তিক সমাধান চায়, যা দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পথকে সুগম করবে।