কালুপারা মাদরসারা মাগুরার অভিভাবক সম্মেলন ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান।

- আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৪৮২ বার পড়া হয়েছে

মাগুরা জেলা প্রতিনিধি:
আল জামিয়াতুল আরাবিয়্যাহ কাসেমূল উলুম, রহমত পাড়া (কালুপাড়া), মাগুরার উদ্যোগে এক বিশেষ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে জামিয়ার মুহতামিম হাফেজ মুহাম্মাদ মনিরুজ্জামান হাফিযাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা ও নসিহত পেশ করেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের কেবল কিতাবি জ্ঞান নয়, বরং আদব-আখলাক, শিষ্টাচার ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করতে হবে। একমাত্র দ্বীনি শিক্ষাই পারিবারিক ও সমাজ জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে।”
মুহতামিম সাহেব অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সন্তানদের শিক্ষার পাশাপাশি তাদের নৈতিক ও আধ্যাত্মিক গঠনের ব্যাপারে যত্নবান হোন। ঘরে-বাইরে তাদের আচরণ, ভাষা, পোশাক ও চলাফেরায় দ্বীনের সৌন্দর্য প্রকাশ পেতে হবে। এজন্য জামিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখুন এবং সন্তানদের উৎসাহ দিন জামিয়ার পরিবেশকে ভালোবাসতে।”
কালুপাড়া মাদরাসা, মাগুরা’র কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান
শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডকে সুদৃঢ় করতে হলে দরকার মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান। ঠিক সেই উদ্দেশ্যেই কালুপাড়া মাদরাসা, মাগুরা আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান—কৃতী শিক্ষার্থী সম্মাননা ২০২৫।
ঝ
এই সম্মাননা অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদপত্র এবং উৎসাহব্যঞ্জক উপহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা বুঝতে পেরেছে, পরিশ্রম কখনও বৃথা যায় না, এবং ভালো কিছু করলে সমাজ থেকে সম্মান পাওয়া যায়। এ ধরনের সম্মাননা অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদের মনেও গর্বের অনুভূতি জাগায় এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিশেষে বলা যায়, কালুপাড়া মাদরাসার এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এটি যেন প্রতি বছর ধারাবাহিকভাবে চলতে পারে এবং শিক্ষার্থীদের মাঝে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন বপন করতে পারে—এটাই আমাদের কামনা।
সম্মেলনে এলাকার গণ্যমান্য অভিভাবকবৃন্দ, শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। সভার শেষ দিকে দোয়া পরিচালনা করা হয়।