চট্টগ্রাম প্রতিনিধি:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “চট্টগ্রাম বন্দর যদি সেরা না হয়, তবে দেশের অর্থনীতিও সেরা হতে পারবে না।” বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরও বেগবান করতে বন্দরকে বিশ্বমানের করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড। এই বন্দরকে পাশ কাটিয়ে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খোলা সম্ভব নয়। তাই বন্দরকে আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে আরও শক্তিশালী করা হবে।”
সকালেই ড. ইউনূস চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সেখান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছে তিনি বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজ জেলা চট্টগ্রাম সফরে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর এই সফরকে ঘিরে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ও উন্নয়ন প্রত্যাশা উজ্জীবিত হয়েছে।