জম্মু ও কাশ্মীরে আকাশে বিপর্যয়: ভারতের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত।

- আপডেট সময় : ১২:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৪৮৫ বার পড়া হয়েছে

**কাশ্মীরে তিন ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ আন্তর্জাতিক মহলের**
**৭ মে ২০২৫, আন্তর্জাতিক ডেস্ক: ** জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান ও পাম্পোর অঞ্চলে ভারতীয় বিমানবাহিনীর অন্তত তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতের একটি সরকারি সূত্র ‘দ্য হিন্দু’কে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাল্টা অভিযানে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের নয়টি লক্ষ্যবস্তুতে সফল হামলার দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
এই ঘটনার পর কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করে সংহতি প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে তুরস্কের উদ্বেগের কথাও জানানো হয়েছে।
ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উভয় দেশের প্রতি ‘সর্বোচ্চ সামরিক সংযম’ অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, “এই সংঘাত বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ।”
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক উত্তেজনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন এবং দ্রুত শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।