নিরাপত্তা অভিযানে রংপুরে হেরোইনসহ মাদক পাচারকারী আটক।

- আপডেট সময় : ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৪৮১ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে কাঁচদহ ব্রিজের পূর্ব পাশে অবস্থান নেওয়া এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল মালেক (বয়স আনুমানিক), তিনি উপজেলার উল্লাগাড়ী জুনিদের পাড়ার বাসিন্দা। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মালেক স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে হেরোইন সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়াও তার দেয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করেছে পুলিশ।
গ্রেফতার আব্দুল মালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।