[আন্তর্জাতিক ডেস্ক] ০৭ মে ২০২৫
ভারতের হামলায় পাকিস্তানে বসবাসরত জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে হামলার পর মাসুদ আজহার নিজেই এই তথ্য জানিয়েছেন।
বিবিসি উর্দু জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন, তার স্বামী, ভাতিজা, ভাগনি, এবং আরও পাঁচটি শিশু রয়েছে। এছাড়া, হামলায় তার তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা-ও প্রাণ হারিয়েছেন।
জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানায়। ২০১৯ সালে ভারতশাসিত কাশ্মীরে জিইএম দ্বারা চালানো আত্মঘাতী হামলায় ৪০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভারতীয় বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়, এবং তার পরবর্তী সময়ে সীমান্তে গোলাগুলি বাড়তে থাকে।
এই ঘটনার পর, ভারত ও পাকিস্তান উভয় পক্ষই নিজেদের দাবি করেছে, যেখানে ভারত বলছে, পাকিস্তানে হামলায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে, তবে পাকিস্তান দাবি করছে, এতে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনী তাদের পক্ষ থেকে দাবি করেছে যে, ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারত এই দাবির কোনো নিশ্চিত প্রতিক্রিয়া দেয়নি।
সূত্র: বিবিসি