আরাফাত নিউজ ২৪
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের তালতলা বাসস্ট্যান্ডে আজ দুপুরে কালবৈশাখী ঝড়ে বড় আকৃতির গাছপালা ভেঙে পড়ে রাস্তার উপর। এতে মহাসড়ক (বিশ্বরোড) দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় প্রায় আধা ঘণ্টা।
[caption id="attachment_3528" align="alignnone" width="300"] oplus_2[/caption]
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ শুরু করে।
[video width="1280" height="720" mp4="https://arafatnews24.com/wp-content/uploads/2025/05/VID20250506131917.mp4"][/video]
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাস্তা থেকে গাছ অপসারণ করা সম্ভব হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সাময়িক দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।