সংবাদ শিরোনাম ::
মাগুরায় হাজরাপুর হাজিপুর ইউনিয়নে লিচুতে সোনালী ছোঁয়া: ফলন ও দামে খুশি চাষিরা।

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৪৯৪ বার পড়া হয়েছে

**সংবাদ প্রতিবেদন:** মাগুরার সদর উপজেলার হাজরাপুর হাজিপুর ইউনিয়নে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। সময়মতো আবহাওয়া, পরিচর্যা ও সঠিক কীটনাশক ব্যবহারের কারণে লিচুর গাছগুলোতে এসেছে প্রচুর মুকুল ও ফল। বর্তমানে বাজারে লিচুর ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে ফুটেছে আনন্দের হাসি।
চাষিরা জানান, বিগত বছরগুলোতে নানা কারণে ফলন কম ছিল এবং দামও তেমন পাওয়া যায়নি। তবে এবার লিচুর চাহিদা বেশি থাকায় পাইকারেরা মাঠেই এসে লিচু কিনে নিচ্ছেন। প্রতি শত লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, যা গত বছরের তুলনায় অনেক ভালো। স্থানীয় কৃষি অফিসার জানান, লিচু চাষে এবার রোগবালাই কম হওয়ায় ফলন ভালো হয়েছে। সময়মতো বাজারজাত করতে পারলে এ সাফল্য কৃষকদের আরও উৎসাহিত করবে।
Visited 4 times, 1 visit(s) today