রমনা বটমূলে বোমা হামলার রায়: তাজ উদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন, অন্যদের ১০ বছরের সাজা।
২০০১ সালের রমনা বটমূলে বাংলা নববর্ষ উদযাপনের সময় সংঘটিত ভয়াবহ বোমা হামলা মামলায় নতুন রায় ঘোষণা করেছে হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য সাজাপ্রাপ্ত আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই বহুল আলোচিত মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। দ্বিতীয় দিনের মতো বেলা সাড়ে ১১টায় রায় পাঠ শুরু হয়।
এর আগে, ৮ মে প্রথম ধাপে মামলার সাক্ষ্য-জেরা ও আংশিক রায় পাঠ করা হয়েছিল। হাইকোর্ট ১৩ মে রায়ের বাকি অংশ ঘোষণা করে।
প্রসঙ্গত, এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে ১৮ ফেব্রুয়ারি রায় অপেক্ষমাণ (CAV) রাখা হয়। এরপর ৩০ এপ্রিল বিষয়টি রায় ঘোষণার জন্য আদালতের কার্যতালিকায় আসে এবং পরে ৮ মে ও ১৩ মে ধারাবাহিকভাবে রায় ঘোষণা করা হয়।
এই রায় ২৩ বছর আগের একটি জঘন্য সন্ত্রাসী ঘটনার বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করল।