শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ
রাজধানীর শাহবাগ মোড় শুক্রবার (৯ মে) বিকেলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজপথে নামেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।
বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটে মিন্টো রোড থেকে মিছিল সহকারে শাহবাগ মোড়ে এসে জড়ো হন তারা। নেতৃত্বে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মিছিল শেষে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদে বসে পড়েন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।
বিক্ষোভস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।