ভারত: পাকিস্তানের ২৪ স্থাপনায় একযোগে হামলা।
আন্তর্জাতিক ডেস্ক | ০৭ মে ২০২৫
পাকিস্তানের ছয়টি অঞ্চলের ২৪টি স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে ভারত—এমনটাই দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের অন্তত ছয়টি স্থানে ভারতীয় অস্ত্র ব্যবহারে বিস্ফোরণ ঘটে। হামলার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিও।
জেনারেল আহমেদ শরীফ বলেন, **ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং কাশ্মীর অঞ্চলের কোটলি ও মুজাফফরাবাদ** এলাকায় এই হামলা হয়েছে। তবে ভারত দাবি করেছে—তারা মোট নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং কোনো সামরিক স্থাপনা এতে লক্ষ্যবস্তু ছিল না।
হামলার বিস্তারিত চিত্র
**আহমেদপুর শারকিয়া (ভাওয়ালপুর)** এই ঐতিহাসিক শহরের **শুভান মসজিদে** চারটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে তিন বছরের এক শিশুসহ পাঁচজন নিহত এবং অন্তত ৩১ জন আহত হয়েছে।
**মুরিদকে (শেখুপুরা জেলা)** লাহোর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরের শহরটি পরিচিত **দাওয়াহ ওয়াল ইরশাদ**-এর কার্যক্রমের জন্য। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, **উম্মে আল-কারা মসজিদ** লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে একজন নিহত হন এবং দুইজন নিখোঁজ রয়েছেন।
**মুজাফফরাবাদ (কাশ্মীর)** কাশ্মীরের রাজধানী **মুজাফফরাবাদের বিলাল মসজিদে** হামলার খবর নিশ্চিত করেছে পাকিস্তান। বিবিসির স্থানীয় সংবাদদাতা জানান, সেখানে আতঙ্কে লোকজন শহর ছেড়ে পালাচ্ছে, রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
**কোটলি (নিয়ন্ত্রণ রেখা)** এখানে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হন। আহত হয়েছেন দুই নারী।
**শিয়ালকোট** জম্মু সীমান্ত থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরের এই শহরে দুটি গোলা এসে পড়ে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। হতাহতের খবর পাওয়া যায়নি।
পাল্টা প্রতিক্রিয়া
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতীয় বিমান বাহিনীর **দুটি যুদ্ধবিমান ও একটি ড্রোন** গুলি করে ভূপাতিত করেছে তারা।
এই হামলা দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।