২১ আগস্ট গ্রেনেড হামলা: সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল, ২৬ মে নতুন করে শুরু হচ্ছে ন্যায়বিচারের লড়াই।

- আপডেট সময় : ০২:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৪৮৩ বার পড়া হয়েছে

[জ্যেষ্ঠ প্রতিবেদক]
২০০৪ সালের ২১ আগস্ট ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং শতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনার বিচার এখনো পুরোপুরি শেষ হয়নি। এই হামলার মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আগামী **২৬ মে (সোমবার)** পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৫ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঁইয়া ও ব্যারিস্টার অনীক আর হক। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও শিশির মনিরসহ অনেকে।
**হাইকোর্টের বিতর্কিত রায় ও রাষ্ট্রপক্ষের আপিল**
২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। আদালত ডেথ রেফারেন্স বাতিল করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে। পরে ১৯ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এরপর রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে ‘লিভ টু আপিল’ করে, যা চেম্বার জজ আদালত থেকে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় পরিকল্পিত গ্রেনেড হামলা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। এই বর্বর হামলায় নিহত হন ২৪ জন, আহত হন শতাধিক। মামলার তদন্তে উঠে আসে এক জটিল ষড়যন্ত্রের চিত্র, যেখানে রাজনৈতিক নেতাসহ গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত ছিলেন।
**বিচারিক আদালতের রায় ও পরবর্তী পরিস্থিতি**
২০১৮ সালের ১০ অক্টোবর দেওয়া বিচারিক আদালতের রায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
**মৃত্যুদণ্ডপ্রাপ্ত:**
লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, মাওলানা তাজউদ্দিন, হুজি নেতা মুফতি হান্নান (পূর্বেই মৃত্যুদণ্ড কার্যকর), এনএসআই ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তারা।
**যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত:** তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ বিএনপি ও হুজি সংশ্লিষ্ট আরও অনেকে। এছাড়া কয়েকজন পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাদের ২ থেকে ৫ বছর পর্যন্ত দণ্ড দেওয়া হয়।
**আসন্ন শুনানি: ন্যায়বিচারের প্রতীক্ষা**
বিচারপ্রক্রিয়ার নানা পর্যায়ের পর এখন আপিল বিভাগে উঠেছে রাষ্ট্রপক্ষের আবেদন। ২৬ মে শুরু হতে যাচ্ছে **ন্যায়ের পূর্ণ প্রতিষ্ঠার নতুন অধ্যায়**।
২১ আগস্টের ভয়াল স্মৃতি এখনও জাতির হৃদয়ে গেঁথে আছে। এবার উচ্চ আদালতের সামনে রয়েছে সেই জঘন্য অপরাধের দায় নির্ধারণ ও ন্যায়বিচার নিশ্চিত করার ঐতিহাসিক দায়িত্ব।