২৫টি ইসরায়েলি-নির্মিত ভারতীয় ড্রোন গুঁড়িয়ে দিল পাকিস্তান: সেনাবাহিনীর দাবি।

- আপডেট সময় : ০৫:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৪৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | ৮ মে ২০২৫
চিরচেনা বৈরিতা নতুন রূপ নিচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তে। সর্বশেষ উত্তেজনায় পাকিস্তান দাবি করেছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। বিশেষ দৃষ্টান্ত হলো—এই ড্রোনগুলো ইসরায়েলের তৈরি ‘হারোপ’ মডেলের।
রাওয়ালপিন্ডিতে অবস্থিত সামরিক সদর দপ্তর থেকে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, গতরাতে ভারতীয় বাহিনী আগ্রাসী কৌশলে একযোগে একাধিক ড্রোন পাঠায়। এর জবাবে সেনাবাহিনী তৎপরভাবে ব্যবস্থা নিয়ে বিভিন্ন এলাকায় ২৫টি ড্রোন ভূপাতিত করে।
তিনি আরও জানান, লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় এক ড্রোন হামলা চালিয়ে চার সেনাকে আহত করে। পাশাপাশি সিন্ধু প্রদেশে একটি ড্রোন বিস্ফোরণে এক বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন আরও একজন।
চলমান উত্তেজনার মাঝে দেশজুড়ে ড্রোন প্রতিরোধ অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাবাহিনীর ভাষায়, “আমরা আকাশপথে বৈরী তৎপরতা কোনোভাবেই সহ্য করবো না।”
অবৈধ ড্রোন অনুপ্রবেশের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর হচ্ছে—পাকিস্তানের বার্তা স্পষ্ট: নিজেদের নিরাপত্তায় কোনো আপস নয়।