“এএসপির মৃত্যুর পর চিরকুটে লেখা শেষ ইচ্ছা: ‘বউকে সব স্বর্ণ, বাকি যা আছে মায়ের জন্য'”

- আপডেট সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৪৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে র্যাব-৭ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে তিনি মৃত্যুর জন্য নিজেকে দায়ী করেছেন। চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অরডিনেট করে।”
৭ মে দুপুরে এএসপি পলাশ সাহার মরদেহ চট্টগ্রাম চান্দগাঁও থানার নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়। তিনি র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।
র্যাব কর্মকর্তা পলাশ সাহা তার ব্যবহৃত অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন। ময়নাতদন্তের পর তার মরদেহ পতেঙ্গা র্যাব-৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ তদন্ত করছে এই ঘটনার বিস্তারিত সম্পর্কে।