রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় : ১২:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৪৮৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসুদ মোল্লা (৩৭) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ মোল্লা একই এলাকার জিমউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। পাশাপাশি পারিবারিক কলহও চলছিল। এদিন সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার জানান, খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ নিয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মাঝে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে
এসেছে।