ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে তৃণমূল দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০৬:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৪৮৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে তৃণমূল দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত।
তারবিয়াত প্রদান করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মাওলানা ইমতিয়াজ আলম।
আরো উপস্থিত ছিলেন মুফতি মোস্তফা কামাল সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন হাফেজ মোঃ মনিরুজ্জামান সাহেব সেক্রেটারি ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখা আরো স্থানীয় নেতৃবৃন্দ।
মাগুরা, ১৬ মে ২০২৫ — ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে এক অনুপ্রেরণাদায়ক ও সফল “তৃণমূল দায়িত্বশীল তারবিয়াত” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, শ্রদ্ধেয় মাওলানা ইমতিয়াজ আলম।
তার বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, *“এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং একটি দাওয়াতি, সাংগঠনিক ও আমলী বিপ্লবের অংশ। আমাদের প্রত্যেক দায়িত্বশীল ভাইকে সচ্চরিত্র, ইখলাছ ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে ইসলামী সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।”*
তিনি আরও বলেন, *“বর্তমান সময়ে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কর্মীদের হতে হবে আস্থা ও আদর্শের বাতিঘর। আমাদের দাওয়াত মানুষকে ইসলামের দিকে ফিরিয়ে আনবে—শুধু বক্তৃতা নয়, আমাদের আচরণই হবে সবচেয়ে বড় দাওয়াত।”*
তারবিয়াতে মাগুরা জেলার বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিটি ছিল প্রাণবন্ত, পরিকল্পিত এবং আত্মশুদ্ধিমূলক অনুপ্রেরণায় ভরপুর।
এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দায়িত্বশীলদের মানসিকতা, নেতৃত্ব ও আমলিক দৃঢ়তাকে সুসংহত করে, যা ইসলামী আন্দোলনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে।